না, রেসিপির বই নয়, এটা একটা খাদ্যসফর। খাবারের ইতিহাস-ভূগোল-বিজ্ঞান-অঙ্ক সব তুলে এনেছেন লেখক।
শুরু হচ্ছে চা-কফি-শিঙাড়া-চপ দিয়ে। তারপর? মেনকোর্সের শুরুতেই বিরিয়ানি। তারপর ইলিশ, চিঙড়ি থেকে শুরু করে আমাদের রোজকার ছ্যাঁচড়া, চচ্চড়ি, ঘণ্ট, আলুপোস্ত এসবও ব্রাত্য নয়। সব্বাই হাজির। আছে লঙ্কা নিয়েই আলাদা একটা চ্যাপ্টার। তারপর লেখক আমাদের টেনে নিয়ে যাচ্ছেন গণ্ডির সামান্য বাইরে — কাশ্মিরী রান্না, দক্ষিণী আমিষ রান্না আর সিলেটি রান্না। আর শেষে চকোলেট, পায়েস।
কিন্তু এভাবে শুধু সূচিপত্র আউড়ে গেলে এ বইয়ের কিছুই বোঝা যায় না। কারণ বইয়ের নাম ‘ফিসফাস কিচেন’। মানে ফিসফাসের সেই মজলিশি স্টাইলে বলা হচ্ছে নানা খাদ্যের হাঁড়ির কথা। সে কোন দেশ থেকে এল, কেমন ছিল তার অতীত রূপ। সঙ্গেই আছে বাছাই করা কিছু রেসিপি। না, নিক্তি মেপে কিছু নেই। কিন্তু রান্নার ব্যাপারে যাঁরা সাহসী, নতুন জিনিস পরীক্ষায় ভয় পান না — এই রেসিপিগুলো একান্তই তাঁদের জন্যে।
সুমিত রায়ের চমকপ্রদ প্রচ্ছদকে যোগ্য সঙ্গত করেছে অর্ণব জানার ইলাস্ট্রেশান। আর তার সঙ্গে রয়েছে খাবারের লোভনীয় সব রঙিন ছবি।
বইটার সঙ্গে আমরা একটা করে ন্যাপকিন ফ্রি দেব গলায় বেঁধে বসার জন্যে। খাবার যেমন ভালোবাসি, আমরা বইও ভালোবাসি। নালেঝোলে বই নষ্ট হোক আমরা চাই না।
ফিসফাস কিচেন
সৌরাংশু
প্রচ্ছদ – সুমিত রায়
অলংকরণ – অর্ণব জানা
মূল্য – ২২৫ টাকা
প্রি-অর্ডারের লিংক — http://sristisukh.com/pre-order/index.php?id=30