এই বইকে প্রবন্ধ সংকলন নাম দিয়ে পাঠককে ভয় দেখানোর কোনও বাসনা প্রকাশকের নেই। যে বইয়ে ঠাঁই পায় বামুনের খাদ্যপ্রেম, দাদাঠাকুর, সৈয়দ মুজতবা আলী বা বিরিঞ্চি বাবা-র স্রষ্টা রাজশেখর বসুকে নিয়ে রসোত্তীর্ণ আলোচনা এবং যে বইয়ের লেখক রামকৃষ্ণ ভট্টাচার্য উর্ফ আমাদের প্রিয় ঘনাদা, সেই বইকে তাহলে কী বলা যায়? সত্যিই তো, যে বইয়ে বৈঠকি মেজাজে পরিবেশনা করা হয় বাংলা সাহিত্য, প্রাচীন ভারতের সমুদ্রযাত্রা, নালন্দা বিহার বা কলকাতার ইতিহাসের মতো গুরুগম্ভীর বিষয়, সেই বইকে কী নামে ডাকা যায়? যদি বলি ‘চাপড়ঘণ্ট’? ঠিক ধরেছেন প্রিয় পাঠক, রামকৃষ্ণ ভট্টাচার্য --র প্রথম বই ‘চাপড়ঘণ্ট’-র এটা প্রথম বিজ্ঞাপন। । বইয়ের দক্ষিণা ৮০ টাকা মাত্র (বিশেষ ছাড়...