April 2016

nchantress / Lummojatar( নিজস্ব বাতাস বয়ে যায়)-নিরুপম চক্রবর্তী

সৃষ্টিসুখ থেকে প্রকাশ করা নিরুপম চক্রবর্তীর ‘নিজস্ব বাতাস বয়ে যায়!’ বইটির কিছু নির্বাচিত কবিতার ফিনিশ এবং ইংরিজি অনুবাদ Enchantress / Lummojatar নামে প্রকাশ করলেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির একটি প্রকাশন সংস্থা। ফিনিশ ভাষায় কবিতাগুলি অনুবাদ করেছেন বহুভাষাবিদ অনুবাদিকা হান্নেলে পোহয়ানমিস, যিনি এর আগে রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুকে ফিনিশ পাঠকদের কাছে পৌঁছে দিয়েছেন। ইংরিজি অনুবাদগুলি কবির নিজেরই করা। কবিতাগুলির অলংকরণ করেছেন এক্সপ্রেসনিস্ট শিল্পী আলেকজান্ডার পোপভ, যা কিছু জল রঙের ছবিতে এই কবিতাগুলির পাঠ প্রতিক্রিয়া ।

Continue Reading →