কিছুদিন আগে এক বন্ধু বলেছিলেন, বই পড়াটা সাবস্ক্রিপশান বেসড হওয়া উচিত। গ্রামের লাইব্রেরিতে সামান্য কিছু চাঁদার বিনিময়ে বই পড়াটা তো সাবস্ক্রিপশান বেসড-ই ছিল। 'ছিল' বলছি, কারণ এখন আর সেই গ্রামের লাইব্রেরিতে বসে বই পড়ার সময় বা সুযোগ কই? এখন আমরা ভুবনগ্রামের বাসিন্দা -- ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবে সেঁটে আছি ইন্টারনেটের মহিমায়। তা সৃষ্টিসুখ সেই সুবিধাটাই বই পড়ার কাজে লাগাতে চাইছে। পাঠকবন্ধু, আপনাদের জন্যে রইল আমাদের ই-লাইব্রেরি। সৃষ্টিসুখ প্রকাশিত বইগুলি থেকে নির্বাচিত কিছু বই প্রতিমাসে আমরা হাজির করব এই পাতায়। সামান্য কিছু গ্রাহকচাঁদার বদলে বইগুলো অনলাইন পড়তে পারবেন। সহজ করে বলি। ১ -- সৃষ্টিসুখ-এর সাইট থেকে আপনার মাসিক গ্রাহকচাঁদা কিনুন। ২...
সৃষ্টিসুখ ই-লাইব্রেরি
