বই -- তেঁতুলপাতার গল্প | লেখক -- সৈকত মুখোপাধ্যায় | প্রিন্ট ভার্সান অর্ডারের লিংক -- https://goo.gl/GGxQiy ই-বুক অর্ডারের লিংক -- https://goo.gl/WHqK1w ============= লেডিস সাইকেল মনে আছে, ক্লাস নাইনে উঠে কিছুতেই ফুটবল-টুর্নামেন্টে নাম দিলাম না, শুধু অত লোকের সামনে হাফপ্যান্ট পরতে হবে — এই লজ্জায়। লজ্জা... কারণ রোগা রোগা পা দুটোতে হঠাৎ এত লোম, লজ্জা... কারণ গলার স্বর ভাঙা, লজ্জা... কারণ মেয়েরা হঠাৎই এত রহস্যময়ী। ত্রাসে, আতঙ্কে, মনখারাপে আমার চোখের নীচে কালো রেখা ফুটে উঠল, ঠোঁটের ওপর নীল। মানিক স্যারের বাড়ি অঙ্কের টিউশনে যেতাম। মানিক স্যার তাঁর নিজের মেয়ে ঝুপুকে আর আমাকে অঙ্ক কষতে দিয়ে বাজার যেতেন। তখনও ভালো করে সকাল হত না।...
তেঁতুলপাতার গল্প-সৈকত মুখোপাধ্যায়
