নায়কনায়িকার মিলনের পর আর কোনও গল্প বলবার থাকে কি? না, থাকে না। এ গল্পেরও প্রথম খণ্ডের শেষে শোভন ও ফরিদার মিলনের পর আর কোনও কথা বাকি থাকত না, যদি তারা এ কাহিনির নায়কনায়িকা হত। কিন্তু, এ কাহিনির কেন্দ্রে রয়েছে বাংলার মাটির গান, বা আরও খুঁটিয়ে বললে, বাংলার লোকসঙ্গীতের আত্মাটি। সময়ের সাথে সাথে উত্থানপতনের দোলায় দুলে, পরিবর্তনের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে দিয়ে, নিজের রূপকে বদলে, ক্রমাগত বাণিজ্যায়ণের কঠিন ধাক্কা সয়েও যে মহাকাব্যিক সংগ্রামটি করে নিজের অস্তিত্বকে সে বাঁচিয়ে নিয়ে চলেছে এক অন্তহীন যাত্রায়, ওই সদ্যপরিণীত যুবকযুবতী সে সংগ্রামের দুই যোদ্ধা মাত্র, তার বেশি কিছু নয়। তাদের লড়াই, ভালোবাসাবাসি, হারজিতকে অনুসরণ করে চলুন আমরাও সেই যাত্রাপথে পা রাখি। ভেসে চলি অজানা স্রোতের ঘূর্ণিপাকে অজানা পথের ধুলো বেয়ে।
যাত্রা শুভ হোক।
Reviews
There are no reviews yet.