বোধ হয় এই লেখাগুলোকে ফেলে দেওয়া গেল না নানা কারণে, তাই বই।
বোধ হয় শ্রেণিসচেতনতাহীন, সামাজিকভাবে দায়বদ্ধ নয়, একটা একা লোক বোকা লোক, সে আবার একটা মেয়েও, কখনও কখনও যা যা ভাবে, সেই ভাবনাগুলোও কুড়িয়ে রাখার দায় থাকে, ভাগ করে নেওয়ার দায়। কারণ কিছু-না-কিছুভাবে তো সেও আসলে অন্যদেরই একজন, আর খুব, খুব অন্যমনস্কভাবেই সময়ের-চিহ্ন-দেওয়া।
— যশোধরা রায়চৌধুরী
Reviews
There are no reviews yet.