এর গল্প জাদু বাস্তবতার কিনার ধরে ছুটে চলে। তাই তাঁর লেখায় জীবন্ত হয়ে ওঠে ল্যাম্পপোস্ট এবং তারা রীতিমতো চলে ফিরে বেড়ায় শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত। বা কবির মতো একদল কাঠবিড়ালি মধুর ছন্দে মার্চ করতে থাকে আর এক কবির সঙ্গে।
=======================================================
মুরাদুল ইসলামের প্রথম গল্প সংকলন ‘মার্চ করে চলে যাওয়া একদল কাঠবিড়ালি’ কলকাতা বইমেলা ২০১৪-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে