আমরা যারা সত্তরের দশকে বড় হয়েছি, এখনকার প্রজন্মের কাছে তারা ডাইনোসর প্রজাতি। আমাদের মোবাইল ফোন, ইন্টারনেট, ই-বুক এসব কিচ্ছু ছিল না। আমরা নির্ভেজাল আনন্দে ছাপার অক্ষরে বই পড়তাম। পড়তাম না বলে গোগ্রাসে গিলতাম বলাই উচিত। শিউলির গন্ধ, ঢাকের বাদ্যির জন্য আমাদের মন উচাটন থাকত, আঙুলের কর গুনে হিসেব রাখতাম পুজো পায়ে পায়ে এগোচ্ছে আমাদের উঠোন পেরিয়ে সদর দরজায় এসে কড়া নাড়বে বলে আর সপরিবার দুর্গাঠাকুরের পিছুপিছু আসছে পুজোবার্ষিকীর সম্ভার। আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা, দেব সাহিত্য কুটীরের ঝলমলে উপহার। নতুন জামা-জুতোর আকর্ষণের সঙ্গে এইসব পুজোবার্ষিকীর টানও নেহাত কম ছিল না। সকাল সন্ধে আমরা মণ্ডপে হাজিরা দিলেও আমাদের ছুটির সব অলস দুপুর কেড়ে নিত এইসব সংকলন।
এখন পুরনো দিনের কথা ভাবাটা আমার কেমন নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। আর সেই মেদুর স্মৃতিচারণের হাত ধরে সামনে এসে দাঁড়িয়েছেন অরুণ আইন, যিনি এসেছিলেন, দেখেছিলেন এবং জয় করেছিলেন আমাদের হাজার হাজার কিশোরমনকে এবং কেন কে জানে, আচমকাই আবার নিজেকে সরিয়ে নিয়েছিলেন অন্তরালে।
আজ এত বছর পরে ‘হ য ব র ল’ প্রকাশ করতে চলেছে সেই অরুণ আইনের কিশোর সমগ্র, কয়েক খণ্ডে। নানা জায়গা থেকে মুদ্রিত লেখা সংগ্রহ করে তা দু-মলাটে আনার এই আন্তরিক প্রয়াস।
ঈশানী রায়চৌধুরী
Reviews
There are no reviews yet.