হৃদয়ের ঘটি আর মগজের বাটি। পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই।
মাঝরাত্তিরের আচমকা ‘খনখন ঝনঝনাৎ’।
এই বুঝি ভাবনার বেড়াল ছুটে গেল মনের রান্নাঘর দিয়ে। এই বুঝি ছুটে এসে যুক্তির আলো জ্বাললেই দেখতে পাবো টানাপোড়েনের মেঝেতে ঘটি ও বাটির থেবড়ে থাকা।
কিন্তু ওই ‘খনখন ঝনঝনাৎ’টুকুই বলে গেল যুক্তি ও স্নেহের সংসারটুকু দিব্যি আছে। এবং সেই সংসারটুকুর শ্রেষ্ঠ আশ্রয় সোঘোর এই ব্লগ — ঘটিবাটী।
কমল মিত্রইস্ট বুদ্ধি, যুক্তি এবং ‘অবজেক্টিভিটি’র সঙ্গে পাহাড়ি সান্যালিফিক-স্নেহ, সূক্ষ্মতা ও হিউমর মিলেমিশে তৈরি আন্তর্জালের বাংলা সাহিত্যের এই গুরুত্বপূর্ণ ব্লগ।
সোঘো গল্প বলে ইজিচেয়ারে গা এলিয়ে, মাঝেমধ্যে ভাজা মৌরিও চিবিয়ে নেয় হয়তো। কিন্তু তার হাতের রুবিক কিউব একটানা সঠিক হিসেবে সাজিয়ে নিচ্ছে সবকিছু।
পরিমিত রসবোধে মাপা যুক্তি মিশেছে এই বইয়ে, অতএব মুখবন্ধের পাতায় আটকে না থেকে ঝাঁপিয়ে পড়ুন সোঘোর লেখায়।
— তন্ময় মুখার্জী (বংপেন)
Reviews
There are no reviews yet.