জীবনের অভিজ্ঞতা যখন কলমে এসে ধরা দেয় তখন কাহিনি আসলে হয়ে ওঠে জীবনেরই আরশিনগর। প্রণব বসু অক্ষরে অক্ষরে গড়ে তোলেন সেই আরশিনগর। তাঁর গল্প-সংকলন ‘১৭ নং চিরাগ আহমেদ লেন’ তাই ছুঁয়ে থাকে জীবনের বিস্তৃত প্রেক্ষাপট। শৈশবের সারল্য, কৈশোরে দেখে ফেলা হিংসা আর বিভাজনের দাউ-দাউ থেকে প্রৌঢ়ত্বে দেখা জীবনের অতিনাটকীয়তা এবং সেই হেতু কিঞ্চিত সারকাজম – এ-সবই প্রণববাবু তুলে আনেন তাঁর অভিজ্ঞতা থেকে। বয়স তাঁকে দিয়েছে দু-চোখ ভরে আহরণের সুযোগ। সেই আহরণ, সঞ্চয় তিনি উজাড় করে দিয়েছেন তাঁর কাহিনিতে।
ছোটবেলায় বিভিন্ন দেওয়াল পত্রিকায় গল্প কবিতা কিছু লিখেছেন, কখনও দু-একটা ছোট পত্রিকাতেও। পরে প্রবাসে চাকরি সূত্রে লেখায় ভাটা পড়ে। এখন অবসর জীবন। নির্জনে আবার লেখালেখির সাধনা শুরু। এটি লেখকের তৃতীয় বই। পাঠক, এখানে নানা উপলব্ধির চৌকাঠে এসে দাঁড়াবেন, এ কথা হলফ করে বলা যায়।
প্রচ্ছদঃ সুমিত রায়
Reviews
There are no reviews yet.