কিশোর-উপন্যাস লিখতে এসে আখতার ফারুক ইসলাম বেছে নিয়েছেন সেই ধারাটি, যেটা এতদিন আমরা পেয়েছি শীর্ষেন্দুর অদ্ভূতুড়ে সিরিজে। সেই চোর, ডাকাত, কাপালিক, রাজবাড়ি এবং অবশ্যই গুপ্তধন। ভূত না থাকলেও সেই খামতি পুষিয়ে দিয়েছেন খামখেয়ালি এক ইতিহাস শিক্ষক আর পেটমোটা এক দারোগা।
মহীসারে মহাগোল-এ মুখোশপরা ভিলেনের পরিচয় একেবারে শেষে পাওয়া গেলেও হিরো কিন্তু গল্প বলার সরস স্টাইলটি। ধাঁধার জট ছাড়িয়ে গুপ্তধনের পেছনে ছুটে চলার শেষে কী হতে পারে তা আমরা আগেই আন্দাজ করতে পারি। কিন্তু শেষ পাতা পর্যন্ত পড়ার গতি তাতে একটুও শ্লথ হয় না।
হ য ব র ল-র এই বইটির প্রচ্ছদ আর ভেতরের ছবিগুলো এঁকেছেন অরিজিৎ ঘোষ।
Reviews
There are no reviews yet.