তেত্রিশটি ক্ষুদ্র অধ্যায়ে বিন্যস্ত এই সংক্ষিপ্ত অথচ নির্ভরযোগ্য বিবরণ সম্বলিত এই বই সুধীসমাজের বিশেষ মনোযোগ, অনুশীলন ও অনুধাবনের দাবি রাখে । গঙ্গারতীরে তিনটি গ্রাম কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর । কলিচুন ও কাতাদড়ির উৎপাদন ও বিপননের কেন্দ্র হিসেবেই সংশ্লিষ্ট গ্রামটির নাম ‘কলিকাতা’ হয় বলে এক জনশ্রুতি আছে । জব চার্নকের আগমন, ইস্টইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্যের সহায়ক শ্রেণি হিসেবে ‘বেনিয়ান’ সম্প্রদায়ের উত্তর কলকাতার বিকাশের ইতিহাসের উপাদান । এই বেনিয়ান সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যার অধস্তন পুরুষেরা (রবীন্দ্রনাথ-সহ) বাংলা তথা ভারতের সাংস্কৃতিক জাগরণে ঋত্বিকের কাজ করেছন ।
কলকাতার এই বিকাশ পর্বে এসেছে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন । রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদের প্রয়াস, মহাত্মা ডেভিড হেয়ার, ড্রিংকোয়াটার বেথুন, ভিভিয়ান লুই ডেরোজিওর জনশিক্ষা ও স্ত্রী-শিক্ষা প্রসারের প্রয়াস – সমকালীন সমাজে তাদের বিরূদ্ধে প্রতিকুলতার অশুভ প্রয়াস বইটির আলোচ্য বিষয় । বাংলা সাহিত্যের বিকাশপর্ব, গদ্য সাহিত্যের গোড়াপত্তন, মানবতাবাদী, সমন্বয়ধর্মী ধর্মমতাদর্শের প্রসারে বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, রামমোহন থেকে বিবেকানন্দ এই ইতিবৃত্তের উপাদান । পাশাপাশি নাট্য-আন্দোলনের ভিতর অর্থাৎ প্রতিবাদী নাটক ও প্রহসনের মারফৎ সমাজ চেতনা জাগরণের প্রয়াসও এই সময় হয় এবং কলকাতায় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় । রামনারায়ণ তর্করত্নের ‘কুলীকুল সর্বস্ব’, দীনবন্ধু মিত্রের ‘জামাই বারিক’, মাইকেল মধুসুদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ প্রভৃতি নাটক সমজকে তীব্র কশাঘাত করে ।দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক রাজদ্রোহকে প্রেরণা দেয় । নাট্যমঞ্চ প্রতিবাদের মঞ্চ হয় এবং পরিনামে সমাজ সংস্কারের সহায়ক । সেই সঙ্গে সিপাহী বিদ্রোহের উৎপত্তিস্থল হিসেবে কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের বনিয়াদ টলিয়ে দেওয়ার সূচনা করে । বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে ভারতবর্ষ জুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা উদ্দিপনের আঁতুরঘরও হয়েছিল এই কলকাতা । ভারতের গণজাগরণের এই ইতিবৃত্ত ও তার পরম্পরাকে বর্তম্ন প্রজন্মের সামনে হাজির করা প্রয়োজন । কারণ আজকের সংবাদমাধ্যম ও জনমত গঠনের অন্যান্য হাতিয়ার এ সবের সহায়ক নয় । সুতীর্থ দাশের বইটি এই উদ্দেশ্য সাধনে সাধনে সহায়ক হবে।
Reviews
There are no reviews yet.