আজকের বাঙালির জাতীয় জীবনে যে এই রসময়তার ঘাটতি ঘটছে তা বলা যাবে না কোনও অর্থেই। তাহলে সাম্প্রতিকের কোনও বাঙালি কথা সাহিত্যিককে এই বিষয়টুকুকে উপজীব্য করে হাস্যরস সৃজনে উদ্যোগী হতে দেখা যায় না কেন ? সুখের কথা, তরুণ গল্পকার অভীক দত্তর ‘কেউ কোথাও যাবে না’ গল্পগ্রন্থটির একাধিক গল্পে সেই প্রয়াসটুকু অন্তত চোখে পড়ে।
— আবেশ কুমার দাস
Tatai Bose –
Awesome book by an even greater human being!