ওহে বন্ধু প্রিয় বন্ধু
এতো সোচ্চার, তবু চুপচাপ
গৃহযুদ্ধের চেনা সাইরেন
গৃহযুদ্ধের চেনা উত্তাপ
ওহে বন্ধু প্রিয় বন্ধু
মৃত মতবাদ নিয়ে হাঁটছ
যত অর্ধনমিত নিশানের
তুমি পদাতিক ধুলো চাটছ
ওহে বন্ধু প্রিয় বন্ধু
সব পন্থাই চেনে ভৃত্য
কোরা জামার আড়ালে খঞ্জর
স্বীয় ক্ষমতায় দুর্বৃত্ত
ওহে বন্ধু প্রিয় বন্ধু
শালা হায়রোগ্রিফিক বিপ্লব
আহা ব্যান্ডেজ মোড়া দুঃখ
কাটে আশ্রয়হীন শৈশব
ওহে বন্ধু প্রিয় বন্ধু
দমবন্ধ, বৃথা নিঃশ্বাস
জেনো ব্রুটাস এখনো জন্মায়
খুন হয়ে যায় যত বিশ্বাস
ওহে বন্ধু প্রিয় বন্ধু
এক খিস্তির নাম ‘সাম্য’
কারা বিলোচ্ছে অনুকম্পা
কিছু তু্ই খা, কিছু আম্মো
ওহে বন্ধু প্রিয় বন্ধু
ফুটো সিক্কায় কেনা বর্ম
সয়ে পশ্চাদ্দেশ পদাঘাত
আহা সর্বংসহা চর্ম
ওহে বন্ধু প্রিয় বন্ধু
জোড় হস্তে দেবতা প্রার্থী
মাপে ক্ষমতার দাঁড়িপাল্লা
কটা মাথাকাটা শরণার্থী
ওহে বন্ধু প্রিয় বন্ধু
চল, গান হোক মৃত জলসায়
বেঁচে উঠবেই মেরুদণ্ড
আলো আতশকাচেই ঝলসায়
ওহে বন্ধু প্রিয় বন্ধু
হাত বাড়িয়ে দিলাম ভরসায়
যারা মাথা নোয়াবেনা কোনওদিন
তারা রোদ্দুর আনে বর্ষায়
প্রচ্ছদ – অভিব্রত সরকার
Reviews
There are no reviews yet.