খাঁচার বাকল খসে যাবে
কড়ে আঙুলেও যদি
ইশারা থাকে
ধূ-ধূ শূন্যতার মাঝে দাঁড়ালে
একটি তিলেরও ক্লেদ ধুয়ে
বিষাদিত পূর্ণ আলো নামবে শরীরে
পা হাঁটে ক্রমাগত ধুলোয় আস্নান
অর্ধমানবী আজও আমি… খুলে যাবে সমস্ত পাপড়ি
তোমারই আঙুলে আঙুল স্থাপনায়
জল এবং মাছেরা যে-ভাষায় বলে, সে-ভাষাতেই কবিতার নিভৃত উচ্চারণ সাজিয়ে তোলেন কৃষ্ণা মালিক। তাঁর কবিতা একান্ত নিবিড় পাঠের অপেক্ষা করে। অপেক্ষা করে সেই পাঠকের, যিনি ছুঁয়ে ফেলতে পারেন ভাষার অতীত কবিতার ভাষা।
প্রচ্ছদ – রোহণ কুদ্দুস
Reviews
There are no reviews yet.