এও আঙুরের খেত, থোকা থোকা কবিতা
বসেছে, কেন বসে আছো? কেন অবিরাম
ঘর ছেড়ে, পর ছেড়ে, ছবি আর ফ্রেম ছেড়ে; এখানে
মদের কারবার… অনন্ত পিরিচের ওপর ফেলে ছায়াটুকু
আছো বসে? একটি খেতের ভেতর দুটি পক্ষের জন্ম
দেখবে বলে বিস্তারিত বসে থাকা দরকার ছিল খুব?
সেই আঙুর বসেছে তোমার ওপর থোকা থোকা
মুখেতে, যেমন সত্য বসে থাকে আঁধারিতে, বিকল্প
মিথ্যার দিকে চেয়ে, নিহিতের মাঝে সেও এক
খেতের আড়ালে ঘর ছেড়ে, পর, ছেড়ে ফ্রেম আর
ছবি ছেড়ে নিরর্থক… কবিতার দিকে যেতে গিয়ে
মায়ার কেবিনে বসে থাকে বিধেয় হয়ে কেবলই…
এইসব জোকারের দিন, তার হারামের কবিতার
কাছাকাছি আঙুরের রস, খোঁজো সে ক্ষেতের মাঝে
লুকানো রয়েছে ক্ষেপণাস্ত্র, শরীরের টুকরো তার, হাসি
ছড়িয়ে রয়েছে, বিস্তারিত বিস্তার তার রয়েছে লুটিয়ে
Reviews
There are no reviews yet.