‘তোমার সহজ মুখ বৃষ্টিপতনের শব্দে ভেজা;
বহুযুগ ধরে যেন তাকিয়ে রয়েছ,
ফুলের নিদ্রিত স্বপ্ন যেমন ফুলের থেকে দূরে মিশে যায়—’
হিন্দোল ভট্টাচার্যের তন্নিষ্ঠ পাঠকমাত্রই জানেন, পঙক্তির নিভৃতিতে তিনি এক এবং একক। সময়ের জল যেমন পাতার গায়ে লেগে থাকে সেভাবেই তার কবিতায় মিশে থাকে সাময়িকতা। কিন্তু সেটুকুতেই কবির অভিযাত্রা থেমে থাকে না। ওই জলকণায় যিনি রোদ্দুর ধরতে পারেন, তিনিই কবি। হিন্দোলও তাঁর সময়ের কুয়াশা গায়ে মাখতে মাখতেই তাঁর কবিতাকে সময়োত্তীর্ণ করে তোলার সাধনে ব্রতী। সে নমুনা পাঠক পাবেন এই বইটিতে। কবিতাগুলির রচনাকাল ১৯৯৮-২০০২, কিন্তু প্রাসঙ্গিকতায় তা যেন আজকেরই। এই বুঝি কবির অভিপ্রায়, কবিতার অমরতা। দীক্ষিত পাঠকই সে রস আস্বাদন করতে পারেন।
Reviews
There are no reviews yet.