তিথি নক্ষত্র আজ থাক
নিয়মের বাইরে বেরিয়েই তোমায় চেয়েছি
দ্যাখো এই সকালেও কত পাখি উড়ে গেলো
কাজকর্ম কমে এলে তুমি বোলো
এবারের জন্মদিনে আমরা
বাঁশিওয়ালার বাড়ি যাব
বাড়ি কোথায়!
শুধু এই গলি সেই পথ…
কোথাও জারুল কোথাও পলাশ…
শোনো খুঁজে টুজে না পেলে রেগে যেও না
জানোই তো অগৃহী প্রেমিকেরা
অমন বাউণ্ডুলে হয়
আমিও তো কতদিন
তোমার ঘরের চৌকাঠে রেখেছি পা
উপরে আকাশ নীচে বিষাদ নিয়ে
দেখেছি শূন্যতা…
আমার বিশ্বাস পৃথিবীতে বার বার
ফিরে আসে নিভৃত যোগিনী…
পাতালপুরের বাঁশিওয়ালার মতো
মুখোমুখি বাসনায় আমিও কী
জন্ম জন্ম ধরে তোমাকে খুঁজিনি…
Reviews
There are no reviews yet.