যে চলে যায়, তারও অস্তিত্ব থেকে যায় আমাদের সত্তায়। যেমন অঙ্গহানির পরও বদলায় না ব্রেন-ম্যাপ। যন্ত্রণার অনুভূতি গাঁথা থাকে মগজে-কোষে। যেমন কাঁটাতার অতিক্রম করে গেলেও অন্তরে মিশে থাকে দেশ। এ-পৃথিবীটা নাকি সমতল হয়ে গিয়েছে। গত দুশকে পুঁজির আনাগোনা আর তথ্যের ভাণ্ডার খুলে গিয়ে আস্ত এক গ্রাম হয়ে উঠেছে তা। কিন্তু, মানুষ তার সত্তা ও অর্জন নিয়ে কি একেবারে পর্দাগুলো সরিয়ে দিতে পেরেছে! নাকি তার যাপনেই একটা দেশের ভিতর গোপনে রয়ে গিয়েছে আর-এক দেশ, যেমন গল্পের ভিতর থাকে অন্য গল্প। যেমন লিঙ্গের চিরায়ত বাইনারি ধারণার বাইরেও থেকে যায় অন্য কোনও সমতলের সম্ভাবনা। বিশ্বদীপ চক্রবর্তীর আনাগোনা এই পরিসরেই। তাঁর গল্প ভুবনগ্রামের মানুষের কথা বলতে বলতেই সত্তার নিগূঢ় অনুসন্ধানে রত হয়। পাঠক চিনতে পারে মানুষ ও জীবনের অন্য স্বরূপ।
Reviews
There are no reviews yet.