ভালোবাসার কথা ছাড়া অন্য কিছু বলব না পণ করে ঘুমিয়ে পড়েছি
ছুটিবয়েস, স্বপ্নে এল, স্বপ্নে এসে মাথাখারাপ আদর করে গেল
কৃষ্ণত্বক নৈশব্দ্যে ঘুম চটকে যেতেই, হায়,
মানুষের খুন গায়ে হেঁটে হেঁটে আসছে আর একটি কুয়াশার ভোর
আসুক, ভালোবাসার কথা ছাড়া অন্য কিছু বলব না, না
গাঢ় প্রেমে যখন ঘন হয়ে আসে উচ্চারণ, সংরক্ত শব্দেরা ঠিক তখনই ছুঁয়ে ফেলে কবিতার অন্তর্দেশ। যে প্রেম কামনা করে মনখারাপের দীর্ঘায়ু, সে জানে ঘুম-মৃত্যু-বরফ পেরিয়ে যাওয়ার মন্ত্রগুপ্তি। শব্দের গোপনে রাখা থাকে এই প্রেমের আয়োজন কবিতার প্রগাঢ় আন্তরিকতায়। ব্রতী মুখোপাধ্যায় আহ্বান করেন সেই একান্ত পাঠককে, মনখারাপের অতলে ডুব দিয়েই যিনি চিনে নিতে জানেন চিরন্তন প্রেমের শাশ্বত বোষ্টুমীকে।
প্রচ্ছদ – রোহণ কুদ্দুস
Reviews
There are no reviews yet.