গোয়েন্দা-কাহিনিতে বুঁদ হয়ে থাকতে কোন পাঠক না পছন্দ করেন! বাঙালি তো বরাবরই গোয়েন্দা ভালোবাসে। ফেলুদা, ব্যোমকেশকে সে ঘরের মানুষ বলেই মনে করে। এহেন গোয়েন্দাপ্রিয় বাঙালি পাঠকের দরবারে নতুন এক গোয়েন্দা চরিত্রকে এনে হাজির করেছেন তরুণ লেখক অর্ণব মণ্ডল। এবার তাই পাঠকের পরিচয় হবে শারদ্বত হাজরার সঙ্গে। হোমসের ভক্ত শারদ্বত। ফেলুদা, ব্যোমকেশেরও। সে এই সময়ের যুবক। আর তাই হোমস থেকে ফেলুদাকে সে গুরু হিসেবেই মনে করে। আর সেই গুরুদের আশীর্বাদেই ঘনিয়ে ওঠা রহস্যের জাল গোটাতে শুরু করে প্রখর বুদ্ধিমত্তায়।
এ গোয়েন্দা কাহিনি এই সময়ের। ফলে বদলেছে অপরাধের ধরন। অনেকটা জায়গা জুড়ে আছে সাইবার ক্রাইম। গোয়েন্দা কাহিনি যেভাবে সমাজ বাস্তবতার একটা দিক তুলে ধরে, তরুণ গোয়েন্দা শারদ্বতের গল্পেও সেভাবেই খুঁজে পাওয়া যাবে এই সময়ের অন্ধকার গলিঘুঁজি। আর থ্রিল? সে তো পাঠক হাত্তে নিলেই বুঝবেন। যত কাণ্ড দু-মলাটের ভিতরেই। প্রকাশিত সৃষ্টিসুখ প্রিন্ট থেকে।
প্রচ্ছদ — ঐশী মুখার্জি
Reviews
There are no reviews yet.