তোমার অন্য প্রেমের পৃথিবীতে
আমি কখনোই পৌঁছোতে পারি না
সেখানেও হয়তো রৌদ্র ও মানুষের ছায়া আছে
নদীর গানে একটুকরো নীরব নীলিমা আছে
এমনকি ঈশ্বর পর্যন্ত অস্তিত্বশীল হতে পারেন সেখানে
অথচ আমি কখনোই পৌঁছোতে পারি না
কেননা সেখানে আমার অস্তিত্বে কেউ বিশ্বাস করে না
Be the first to review “অথৈ”