সৃষ্টিসুখ গল্প প্রতিযোগিতা ২০২০-র ঘোষণা হয় ৯ সেপ্টেম্বর। জানানো হয়েছিল—
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ বলে বাঙালির যে চিরন্তন হা-হুতাশ, সে সম্পর্কে আমরা কমবেশি সবাই ওয়াকিফহাল। কিন্তু সেই গানে যে চরিত্রগুলো উঠে এসেছে, তাদের নিয়ে আমরা কতটা ভাবি? ধরা যাক, অমল। সে যে দুরন্ত ক্যানসারে ভুগছে, তার কারণ কী? সে কি ছোটোবেলা থেকেই মাত্রাতিরিক্ত দই খাওয়ার ফলে লাংস্ ইনফেকশনে কাবু হত প্রায়ই? সেখান থেকেই কি… বা ধরা যাক রমা রায় কেন পাগলাগারদে? সে কি সেখানে আদৌ ভরতি? চিকিৎসকও তো হতে পারে। হতেও তো পারে সে রুবি রায়-এর বোন (মনে পড়ে রুবি রায়-খ্যাত)। দিদির পুরনো প্রেমিকের চিকিৎসা করে পাগলাগারদে। বা প্রতিশোধ তুলতে রোজ ধরে ধরে শক দেয়। বা ধরুন সুজাতা। সে কি সত্যিই সুখে আছে? বড় বাড়ি বা দামি গাড়িই তো সুখের সবটা নয়। এভাবেই প্রতিটা চরিত্র নিয়েই কিছু না কিছু গল্প এসেই যায়।
আমরা পড়তে চাই আপনি কী ভাবছেন। কফি হাউস নিয়ে মান্না দে-র গাওয়া বিখ্যাত সেই গানটার চরিত্রদের ব্যাকস্টোরি বা নেপথ্য গল্প ‘সৃষ্টিসুখ গল্প প্রতিযোগিতা ২০২০’-র বিষয়।
পাশাপাশি এ-ও জানানো হয়েছিল, ‘এই বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমরা অভিষেক মুখোপাধ্যায়ের কাছে বিশেষভাবে ঋণী। তাঁর ব্লগের (https://ovshake.blogspot.com) একটি গল্প আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে।’ এই ঘোষণার পরই বহু লেখা আসে সৃষ্টিসুখ-এর মেলবক্সে। সেখান থেকে সম্পাদকমণ্ডলী যে-লেখাগুলি নির্বাচন করেন, সেই ১০টি গল্প নিয়েই এই সংকলন।
এখন, পাঠকই বিচারক।
Be the first to review “কফি হাউসের সেই আড্ডাটা”