‘চণ্ডালিকা এবং অন্যান্য গল্প’ আমার তৃতীয় গল্পের বই। প্রথম বই ‘এক কুড়ি গল্প’ যখন বেরিয়েছিল, তখন আমি কলেজে পড়ি। এতটাই লাজুক ছিলাম যে, বইটা নিজের টাকা দিয়ে করার পরে কারও কাছে গিয়ে বলতে পারিনি বইটা কিনুন। দুশ কপি বই ঘরের কোনায় পড়ে থাকত। বইগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনও উপায় ছিল না আমার।
তখন কোনওদিন ভাবিনি, শ্রীচরণেশুর ফেসবুক পেজে আমার গল্প পড়ার পরে অনেকে এক কুড়ি গল্পেরও খোঁজ করে কিনতে চাইবেন। স্বপ্নেও ভাবিনি ‘কেউ কোথাও যাবে না’র জন্য বইমেলায় সৃষ্টিসুখের স্টলে জনে জনে এসে খোঁজ করে যাবেন, ‘বই শেষ হয়ে গেছে কেন’ শুনতে হবে আমাকে।
এই সমস্ত কিছুই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে আরও লেখার জন্য। এই বিশ্বাসটুকু জুগিয়েছে, হয় হয়, আমার বইও বিক্রি হয়।
পাঠকদের ভালোবাসা এবং তাদের দাবিতেই আমার তৃতীয় বইটি প্রকাশ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সমর্থন জুগিয়ে যাবার জন্য।
ধন্যবাদান্তে
অভীক দত্ত
Be the first to review “চণ্ডালিকা এবং অন্যান্য গল্প”