‘বকবকম’- নামের মধ্যেই বকবক আছে বটে, তবে তা নেহাতই বকবক নয়। বস্তুত তা হওয়ার কথাও নয়। তাহলে কী এই বকবকম? এ আসলে এক অন্য পৃথিবীর সঙ্গে পরিচয়। তা হয়তো কখনও ছোটদের পৃথিবী। কখনও বা প্রকৃতির অজানা পাঠশালা। না, অজানা ঠিক নয়, বলা ভাল, না-জানা। এই যে বিরাট ব্যাপ্ত পৃথিবী, তার যেখানে আমাদের বাস, সেখানে হাতের কাছেই কত না বৈচিত্র। সেই বিচিত্রের খোঁজ কতটুকুই বা আমরা রাখি! মেখলের ছাঁচে ফেলা শিক্ষাব্যবস্থা আমাদের একরকম করে তৈরি করে। কিন্তু মাটি-ধুলোর সঙ্গে আমাদের তেমন যোগ থাকে কি! নাকি এই বৈচিত্রকে আমরা ধারণ করতে পারি! পরে যখন একটা ছোট্ট শিশুর মুখেই এই অন্য ও অনন্যের খোঁজ পাই, যখন বুঝতে পারি বহু বহু না-জানা সত্ত্বেও জানার গর্ব আমাদের পেয়ে বসেছে, তখন হয়তো আর কিছুই নয়, স্রেফ হাসিই পায়। এই বইয়ে সেই রম্যরচনারই আদল নিয়েছেন লেখক ফাল্গুনী ঘোষ। ছোট ছোট গল্প বা ঘটনা। শিক্ষকতার সুবাদে ছোটদের সঙ্গে মেশা, তাদের নানা সত্য-মিথ্যার দুনিয়ার সঙ্গে জড়িয়ে পড়ার অভিজ্ঞতা ধরা আছে এই বইয়ের লেখাগুলিতে। কোথাও দাগিয়ে কিছু বলে দেওয়া নেই। কিন্তু এক একটা ঘটনার সামনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি, এক পাঠশালা আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে। এ বই হয়তো আমাদের বলে দেবে, সবটাই একরৈখিক কিংবা এককাঠামোর নয়। তার বাইরেও অনেক কিছু আছে। অনেক সংস্কৃতি, অনেক লোকজ স্রোতের চলাচল আছে। সেগুলো ছুঁয়ে থাকতে শেখাই আসলে সত্যিকারের শিক্ষা।
বকবকম
₹125.00
Be the first to review “বকবকম”