দেবাশিস সেনগুপ্ত গল্পের আকারে রোদ্দুর লেখেন– মন ভালো করা। তিনি কুয়াশাও আঁকেন– রাত্তিরে যে আলো-অন্ধকারে বসে পেঁচা শিকারের অপেক্ষা করে। মানুষের আলো আর অন্ধকারের মধ্যে যে ধূসর জগত, যার জন্যে মানুষ মানুষই, দেবতা নয়– দেবাশিস সেই মানবিক প্রবৃত্তিকে কুশলী শিল্পীর মতো আঁকেন। তাঁর গল্পে নির্মম ক্ষুধার উনুন যেমন নিঃশব্দে পুড়ে চলে, তেমনই হঠাৎ করেই দেখা দেন কোনও বনদেবী। বাস্তব আর পরাবাস্তবের সুন্দর মিশেলে স্পষ্ট হয়ে যায় লেখকের কলমের জোর।
দেবাশিস সেনগুপ্ত সেই ধরনের লেখক, যাঁদের পাণ্ডুলিপির অপেক্ষায় থাকেন প্রকাশক।
Be the first to review “লেটারবক্স”