সার্কিস পারজানিয়ার ডায়েরি

99.00

অরিত্র চ্যাটার্জির কবিতার বই।

এমনি জোকারেরা মধ্যরাতে খেলা করে এই শহরের আনাচেকানাচে। সিটাডেল থেকে ঝুলে আছে চাঁদ। এবং স্থানবিশেষে ধ্রুবকের আকারে জমে রয়েছে সময়। গথ বেড়ালেরা শোকেসের ভিতর সজ্জিত। পিচ্ছিল জেলাটোর বিনিময়ে তাদের ঠিকানা জিজ্ঞাসা করি। আমার নগরবর্গের হিসেব হারিয়ে গেছে। কৌণিক কানামাছির স্থানাঙ্কভ্রষ্টামি। রঙহীন মুখাবয়বেরা প্রাচ্যের খবর জানতে চায়। সযত্নে বাতলে দেয় ক্যাথিড্রাল থেকে মস্কের পথ। শ্বাসকষ্ট আড়াল করে আমি তবু জেনারেলের সন্ধান করি। দারুকুয়াশার ভেতর জেগে থাকা গ্যারিবল্ডির মস্ত সিল্যুয়েট। ধাতব আঙুল দিকনির্দেশ করছে সাঙ্কেতিক দরজার দিকে। টরে টক্কা সহযোগে এগোতে থাকি অভিমুখ বরাবর। পথ শেষে পরিচিত গেলাস ঠোঁটে তুলে নিতে নিতে খেয়াল করতে ভুলে গেছি কখন পুনরায় তরলিত হয়ে গেছে সময়।

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “সার্কিস পারজানিয়ার ডায়েরি”

Your email address will not be published. Required fields are marked *