মাতৃগর্ভে মানুষ থাকে হেঁটমুণ্ড,
জন্ম নেবার পর থেকে পা নিচে মাথা ওপরে।
মাধ্যাকর্ষণে মাথা নুয়ে নুয়ে পড়ে এখানে ওখানে,
মস্তিষ্কের স্মৃতিকোষ জানে, হেঁটমুণ্ড ভঙ্গি দেয়
মাতৃগর্ভের নিরাপত্তা।
কিছু মানুষ মাধ্যাকর্ষণের বিপরীতে রাখতে চায় তার মাথা
তখন মাধ্যাকর্ষণ বাড়িয়ে দেয় সমস্ত আঁকশি।
বুদ্ধিমানেরা জানে, পৃথিবীর তিনভাগ মাতৃগর্ভের মতো জল,
এক ভাগের এই চরখণ্ডে প্রত্যেককে থাকতে হবে হেঁটমুণ্ড।
হেঁটমুণ্ডই স্বাভাবিক ভঙ্গি।
Be the first to review “হেঁটমুণ্ড লৌকিক জল”