চল্লিশের উত্তাল বার্লিন, ঘনিয়ে আসছে রুশো-জার্মান যুদ্ধ। তারই মধ্যে বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে নিজের পি-এইচ-ডি নিয়ে ব্যস্ত গোরা মিত্তির। ওয়েলিংটন রোডের অনাথ আশ্রম থেকে বার্লিনের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার্থে আসা, নাটকীয় ঘটনা সন্দেহ নেই। কিন্তু চল্লিশের বার্লিন গোরার জীবনে নিয়ে আসছে আরও নাটকীয় মুহূর্ত।
গোরা বার্লিনের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লিগের সদস্যও বটে, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই যে দল অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে ভারতবর্ষকে ব্রিটিশমুক্ত করতে (যে দলের প্রতিষ্ঠাতা খোদ মানবেন্দ্রনাথ রায়)। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা গভীর সমস্যা নিয়ে এসেছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লিগের জন্য — সুভাষ বোসকে জার্মানি কোনও রকম সাহায্য না দিয়েই ফিরিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, আলেকজান্ডারপ্লাটজের বাড়িতে গুপ্ত আততায়ীর হাতে খুন হয়েছেন লিগের হাই কাউন্সিলের সব সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও মিটিং চলার সময়। অসমাপ্ত সেই মিটিং-এর সূত্র ধরেই গোরার হাতে এসে পড়েছে এক অতি বড় দায়িত্ব যার জন্য ক্লাসরুম ছেড়ে ঢুকতে হয়েছে সাবমেরিনের ছোট খুপরিতে।
সে কাজ সুষ্ঠুভাবে করার জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের বাকি সদস্যদের ওপর কি ভরসা করতে পারবে গোরা? নাহ্, এটাই একমাত্র প্রশ্ন নয়। এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিগও কি গোরাকে ভরসা করতে পারে? অনাথ আশ্রম থেকে বার্লিন, এই উত্তরণ কীভাবে ঘটেছে তার সমস্ত খবর কিন্তু লিগের কাছেও নেই।
টগবগ উৎসব সংখ্যায় প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের নতুন থ্রিলার ‘বিশ্বাসঘাতক’। ছবি এঁকেছেন সুমিত রায়।
==================
মুদ্রিত পত্রিকা অর্ডারের লিংক — https://goo.gl/VsbgEx
ই-বুক সংস্করণের লিংক — https://goo.gl/Drbg78
কেনার আগে বইটির নির্বাচিত অংশ পড়ে দেখার লিংক — https://goo.gl/rmRofV