শব্দের মানে পালটে যায় সময়ের সঙ্গে। সেটা শব্দের বিবর্তনের কথা। কিন্তু সেই বিবর্তন চোখের সামনে, অস্তিত্বের পাঁজরে খোঁচা দিয়ে উপলব্ধির উন্মোচন ঘটালে হয় ‘এরকাগ্রাফ’। এটি দশটি আলেখ্যের সমাহার। ‘ভিখিরি’, ‘পাগল’, ‘ইঞ্জিন’ শীর্ষকগুলো বিস্তৃত হয়ে যেমন প্রশ্ন করে যে শব্দগুলোর সোজাসুজি অর্থের ঠিক উল্টোদিকেও দাঁড়িয়ে আছে শব্দগুলোর যাথার্থ, তেমনই সন্দিহান করে তোলে এই শব্দগুলোর মানে সম্পূর্ণ বিবর্তিত হয়ে গেছে কিনা। জীবনের আন্তরিক মননে, চিন্তনে আর বাহ্যিক যাপনে, আচরণে কোথাও এই শব্দগুলোর দ্যোতনা বিপরীতমুখী কিনা। আবার সমাজচিত্রের উন্মোচনে রঘুপতির চাদর, ভূমা, মাঞ্জা, মালা, ঘড়ি মেলানো গদ্যে-পদ্যে শুরুর থেকে শেষ পর্যন্ত আচ্ছন্ন ও মুগ্ধ করে রাখে। তেমনই পদ্যের আঁতুড় ঘর এক সময়োপোযোগী আত্মসমীক্ষা। তার থেকেও বেশি, বলা ভালো, এক জরুরি পথনির্দেশ আগামীর দিকে। ‘এরকাগ্রাফ’ যে শুধু এক শক্তিশালী লেখকের শব্দচিত্র নয়, বরং এক সুচিন্তিত যুগবিশ্লেষণ তার প্রমাণ বইটির ছত্রে ছত্রে।
— সংহিতা মুখোপাধ্যায়
Reviews
There are no reviews yet.