বাঁ-দিকের পাতায় কবিতা, ডানদিকের পাতায় ছবি। বইটির বিশেষ গুণ, পড়তে পড়তে আপনার ডান-বাম জড়িয়ে যাবে। অর্থাৎ, কবিতায় ফুটবে ছবি, ছবিতে কবিতা।
আমি ছবির বোদ্ধা বা আলোচক নই, তাই ছবির ব্যাপারে কোনও মত হয়তো আমার দেওয়া সাজে না। ছবিগুলি দৃষ্টিনন্দন, তাতে মুগ্ধ হয়েছি — আর পাঁচজনের মতো এটাই বলতে পারি।
বরং কবিতা বুঝি, লিখিও। তাই শব্দকার ঈশানী রায়চৌধুরীকে ধন্যবাদ, বহুদিন পর বাংলা পংক্তিতে আবার সহজ, অপ্রত্যাশিত ছন্দ পেলাম। এখন কবিতায় ‘এক্সপেরিমেন্ট’-এর ঠ্যালায়, বক্তব্যের গুরুত্বের চাপে কোথাও যেন ‘কাব্য’ হারিয়ে যায়। শব্দেরা ভেঙেচুরে অনেক কিছু বলে ঠিকই, কিন্তু তা কবিতা নয়। ঈশানী রায়চৌধুরীর শব্দগুলি ফিরে যায় কবিতার গোড়ার কথায় — ক্ষণ-যাপন।
অনুভূতি, রঙেরা ফুটে ওঠে শব্দ জুড়ে।
সৃষ্টিসুখকে ধন্যবাদ, এই বই প্রকাশের জন্য। আজ কিনে এনে মাত্র এক সন্ধেয় শেষ করলাম বইটি।
এমন প্রোজেক্ট আরও হোক বাংলায়।
— শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী
Reviews
There are no reviews yet.