আশালতা লতাটি নয়। তাকে নুইয়ে দেওয়ার চেষ্টা করা হয় বটে, সমূলে উৎপাটনেরও কম কসুর হয় না, কিন্তু নামের সঙ্গে আশা আছে বলেই কিনা কে জানে, তাকে শেষ করে দেওয়া যায় না। আশালতা ঋজু, সে ঘুরে দাঁড়ায়। আসলে তো সে সেই ফরিদপুরের ডানপিটে মেয়েটি। মুক্তধারা মুখার্জির কলমে ভর করে আমরা দেখব, তার বউ হয়ে ওঠা। তারপর সংসারের নানা ঘটনার মধ্যে দিয়ে আশালতার যেন সত্যিকার প্রকাশ। আশালতা রোগাক্রান্ত হয়, সেরেও ওঠে। কিন্তু এ সমাজে আরও বড় রোগটিকে সে চিহ্নিত করতে পারে। তা হল, পরশ্রীকাতরতা। মানুষের প্রতি মানুষের ঈর্ষা, হিংসা। ঘটনাক্রমে দেখব, তারই পরিবারের কেউ একজন তার সঙ্গে প্রতারণাও করে। চরম বিপর্যয় নেমে আসে তার জীবনে। তবু শেষমেশ বোঝা যায়, আশালতারা কোথাও হেরে যায় না। কিন্তু কীভাবে সেই জয়ের পথে পৌঁছানো সম্ভব। ঘটনার পর ঘটনা সাজিয়ে প্রাঞ্জল ভাষায় সে গল্পই বলেছেন মুক্তধারা মুখার্জি। এবং শেষ পর্যন্ত তাঁর আশালতা তাই হয়ে উঠেছে একজন ঋজু, দৃপ্ত, জয়ী নারীর প্রতিনিধি। যাঁকে বা যাঁর সাহসী পদক্ষেপের চিরকালই বড় দরকার।
আশালতা
মুক্তধারা মুখার্জীর উপন্যাস।
₹125.00
4 in stock
Book Details
ISBN | 978-93-86937-99-5 |
---|---|
Language | Bengali |
Publisher | Sristisukh Prokashan LLP |
Published on | January 2019 |
Cover | অভিব্রত সরকার |
Rupkotha mitra –
উপন্যাসটি পড়লে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। সাবলীল ভাষায় ,সুন্দর উপস্থাপনায় উজ্জ্বল হয়ে ওঠে পুতুল খেলার দিনগুলো। মেয়েদের জীবনও ওই পুতুল পুতুল খেলা যেন। যে মুহূর্তে মনে হয়েছিল আশালতা চোখের জল ফেলতে ফেলতেই হয়তো মৃত্যুকে সঙ্গী করে নিলো সেখানেই লেখিকা চমক দিয়েছেন। মন ছুঁয়ে গেছে উপন্যাসটি এক কথায়। এইভাবেই লিখে যান।