মুখবন্ধ কিংবা ভূমিকা যাই বলি না কেন, আমি বিশ্বাস করি পাঠককে আমার জানানো দরকার, দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে আমার লেখা বিভিন্ন আকারের গল্পগুলিকে একত্রে বইয়ের আকারে পেশ করার পিছনে কী কারণ? আমি ঠিক কী সাধন করতে চলেছি এর মাধ্যমে? তার বহু কারণের প্রথম এবং শেষটাই বলি। এই সংকলনের মাধ্যমে পাঠককে আমি একটু আনন্দ দিতে চাই।
বিদেশ-বিভূঁইতে থেকে, এখানে কাজ করে, এখানকার বহু মানুষকে দেখেছি কখনও খুব কাছে থেকে, কখনও বা বহু দূর থেকে। তাদের আচরণে কখনও গভীর বেদনা পেয়েছি, কখনও বা হয়েছি উৎফুল্ল। কিন্তু আশ্চর্য, যখন অনুভূতিগুলিকে নিজের মনে বিশ্লেষণ করতে পেরেছি, সেই মুহূর্তগুলি আমার জীবনে অনাবিল আনন্দধারার উৎস হয়ে উঠেছে। অপর দিকে, ভারতবর্ষে বড় হওয়ার দরুন সেইখানকার মানুষজনের স্মৃতিও তাড়িয়ে বেড়িয়েছে আমেরিকায় বসবাসকারী সারাটা কাল। বিদেশী নাগরিকের আচরণে বাঙালিয়ানার ছাপ দেখে যেমন চমকে উঠেছি, মনে পড়েছে কলকাতার অলিতে-গলিতে দেখা আমেরিকার আধুনিকতা। অভিজ্ঞতা যত বেড়েছে, বিচিত্র এক ঋণবোধ অনুভব করতে শুরু করেছি। কেন জানি না মনে হয়েছে যদি কোনও প্রকারে কান্না-হাসি, সুখ-দুঃখের সেই সব অনুভূতিগুলিকে লেখার আকারে প্রকাশ করতে পারি, তাহলেই যেন আমি যে আনন্দ পেয়েছি তাকে বাঙালি পাঠকমহলে ছড়িয়ে দিতে পারব। তাতেই যেন আমি আমার এই ঋণ লাঘব করতে সম্ভব হব। আমি চেষ্টা করেছি, পাঠক যদি পড়ে আনন্দ পান, তাহলে এই প্রচেষ্টাকে সার্থক মনে করব।
শাশ্বতী ভট্টাচার্য
Reviews
There are no reviews yet.