সংস্কৃতিপ্রিয় বাঙালির কাছে প্যারিস যেন স্বয়ং এক আশ্চর্য পৃথিবী। স্বপ্ননগরী। শিল্প-কবিতার এ স্বর্গরাজ্য, ব্যোদল্যের-গখ-সার্ত্র-ব্যোভেয়ার বিশ্বে পৌঁছনোর স্বপ্ন হয়তো বহুজনই দেখেন। তবু সত্যিই এই ছবির পারি, পারির ছবি কেমন – তা আক্ষরিক দেখা হয়ে ওঠে না অনেকেরই। গবেষণার সূত্রে কেয়া মুখোপাধ্যায়ের সে সৌভাগ্য হয়েছে। তবে এই বই নিছকই সেই সৌভাগ্যগাথা হয়ে থাকেনি। বাঙালির আবহমান সংস্কৃতি-তৃষা চেতনায় নিয়েই পারির শিল্প ও সৌন্দর্য প্রত্যক্ষ করেছেন কেয়া। ইতিহাসের সূত্রে মিলিয়ে দেখেছেন তাঁর অভিজ্ঞতা। সৌন্দর্য-মেধা-মনন যেখানে তূরীয় উৎকর্ষ স্পর্শ করে সেখানে কেয়া হাজির হয়েছেন জিজ্ঞাসু, রসিক ও সেই সঙ্গে প্রকৃত সমঝদার হয়েই। ফলে এ বই কেবলই ভ্রমণকাহিনি নয়, একজন মননশীল বাঙালির চোখে পারির শিল্প ও কবিতার ইতিহাসের সম্যক অনুসন্ধান এবং অনুধাবনও বটে।
Bibudh Lahiri (verified owner) –
সুখপাঠ্য বই। লেখিকা সাহিত্য এবং শিল্পের অনুরাগিণী সেটা বই পড়লে বোঝা যায়। প্যারিসের শিল্প-সাহিত্য নিয়ে বইতে স্বাভাবিকভাবেই প্রচুর ইন্টারেষ্টিং তথ্য আছে, কিন্তু তথ্যের ভারে গুরুপাচ্য মনে হয় না লেখার গুণে। বন্ধুবান্ধবীদের মধ্যে স্বাভাবিক খুনসুটি, হাসিঠাট্টা আর লেগপুলিং-এর অংশগুলো বইটিকে উপভোগ্য করে তোলে।