কবি প্রণব বসুরায়ের লেখনির সঙ্গে বাংলা কবিতার পাঠক পরিচিত। এই বইয়ের দুটি কবিতা থাকল সেই পরিচিতির বিস্তার হয়ে –
যেভাবে
যেভাবে ছড়িয়ে আছে অণু রেণু স্মৃতি
যে রকম থাকে নতুন বন্দুকের তাজা ধোঁয়া
পাজামার অন্তর্লীন খোপে সাবলীল দড়ি
অস্বীকার করা হত্যাতুল্য— এই বিবেচনায়
মেনে নিতে হয় যে প্রজাপতি উড়ে গেলে
মাইনাস ডেসিবল শব্দ আছড়ে পড়ে জঙ্গলে, বাদাড়ে
ট্রেঞ্চে থাকা সৈনিকের টুপি ঈষৎ উত্তোলিত করে
সেই বায়বীয় শক্তি আলোয় ডুবে যায়
হতাশা বা উচ্ছ্বাসের কারণ ছাড়াই
এসো, আমরা সেনা-অভিবাদন দিতে
ধোপদুরস্ত পোশাক ও বুটের পালিশের দিকে
নজর দিই
জাহ্নবীর জলে
আমাদের কথা জাহ্নবীর জলেতে ভেসেছে
একান্নবর্তী চাঁদ তখন ব্যস্ত ছিল আকাশ ধোয়ায়।
রুমালে লেগে থাকা আরবি সুবাস জাহান্নাম পর্যন্ত
সঙ্গ দিতে পারে
শিমুলের বীজে জড়িয়ে থাকে অস্ফুট ইচ্ছের ধান
উড়ে যাক উর্বর শস্যখেতে—
যুগ্মে সেচ দেব… বলো, রাজি আছ?
মৃত্তিকা শস্যে পূর্ণ হলে ঈশ্বর খুশি হন
তেমন আস্তিক নই, তবু
ভরা খেত আমার পিঠ ঋজু রেখে দেয়
জাহ্নবীর জলে হবে সাঁতার আবার
Reviews
There are no reviews yet.