সুবর্ণা রায় অণুগল্প লিখছেন বছর পাঁচেক হতে চলল। ইতিমধ্যে দুটি সংকলন প্রকাশ পেয়েছে, কলকাতা বইমেলা ২০১৯-এ প্রকাশিত হল, Punchকাহন। অনেকগুলো অণুগল্পের সঙ্গে ৪টি ছোটগল্পও এই সংকলনে ঠাঁই পেয়েছে।
কেমন লেখেন সুবর্ণা? এককথায়, স্মার্ট। তাঁর গল্পে থাকে সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসির যাবতীয় উপাদান। আবার একই সঙ্গে লেখাগুলো কোথাও যেন বড় মাটির কাছাকাছি। তাঁর গল্পে স্পেশশিপ বা এলিয়েনের সঙ্গেই ঠাঁই পায় প্ল্যাটফর্মে বসে ফল বেচা প্রৌঢ়, ঘরের ঠিকানা ভোলা ভবঘুরে, দারিদ্রে পথে এসে দাঁড়ানো মানুষজন। কিন্তু সব গল্পেই যে জিনিসটা নজরে পড়ে, সেটা হল তাঁর Punch– শেষ কয়েক লাইনের মাস্টার স্ট্রোক বা ভালো বাংলায় মোচড়। তাই এই Punchকাহন নামটা যেমন সেদিক থেকে তাঁর লেখালেখির জন্যে যথোপযুক্ত, তেমনই কোথাও যেন বারবার নামটা বললে মনের মধ্যে পঞ্চকাহন কথাটাও ঘাই মারে।
Reviews
There are no reviews yet.