সব্যসাচী সেনগুপ্ত পাঠকপ্রিয় লেখক। এর আগের তিনটি বই– স্বপ্নবেলায়, আশ্চর্য ভ্রমণ এবং পুরুলিয়ার পাঁচালি মূলত তাঁর নিজের অভিজ্ঞতার ফলশ্রুতি। আন্তরিক এবং সহজ গদ্যে তিনি ইতিমধ্যেই নিজস্ব একটা স্টাইল তৈরি করে ফেলেছেন। তাঁর প্রকাশিতব্য বই ‘অপচ্ছায়া’তেও সেই লিখনশৈলী পুরোমাত্রায় রয়েছে। কিন্তু এই বইটি আলাদা অন্য একটা কারণে। এখানে সব্যসাচী হাজির হয়েছেন ফিকশন নিয়ে।
.
বইটির প্রথম পর্বে রয়েছে লেখকের কলমে অতিপ্রাকৃত গল্প। পরিচিত ভৌতিক গল্পের থেকে অনেকটাই আলাদা সে কাহিনিগুলো বেশিটাই মনস্তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করে। মানুষের গভীর অন্ধকার দিক নিয়ে নাড়াচাড়া করে। আর তারই ছায়া দিয়ে তৈরি এক-একটা বাঁক। দ্বিতীয় পর্বে আছে লেখকের নিজস্ব কিছু অভিজ্ঞতা। কিন্তু সেখানেও বাঁধাধরা ছকের বাইরে ভয়, আতঙ্ক, রহস্য এই শব্দগুলোর ক্লিশে প্রয়োগ থেকে লেখক বিরত থেকেছেন।
.
অপচ্ছায়া
সব্যসাচী সেনগুপ্ত
অতিপ্রাকৃত সংকলন
প্রচ্ছদ ও অলংকরণ – সুমিত রায়
সৃষ্টিসুখ প্রকাশন
Reviews
There are no reviews yet.