এ জীবন কি বিজ্ঞাপন নির্মিত? এ সময় কি বিজ্ঞাপন নির্ধারিত! এই আমাদের যাপন, আমাদের আকাঙ্ক্ষা, কামনা-বাসনার মধ্যেও কি ক্রমাগত ভেসে বেড়াচ্ছে বিজ্ঞাপনের অতিকায় নীল তিমি? সন্দেহ নেই, সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ-বাচকই হবে। সমসময়ের ভিতর দিয়ে যেতে যেতে আজ কে না জানেন যে, আমাদের মুখ কবেই ঢেকে গিয়েছে বিজ্ঞাপনে! আমাদের সত্তার, অস্তিত্বের মর্মমূল পর্যন্ত প্রভাবিত করে বিজ্ঞাপনের ভাষা যেন নতুন করে জন্ম দিচ্ছে একরকমের যৌথ-স্মৃতির, যার আর কোনও রক্ষাকবচ নেই। যা কিছু নৈতিকতা, মূল্যবোধের স্মারক, তা-ই যেন অজ্ঞাতে আমাদের কাছে হয়ে উঠেছে দারিদ্র্যের চিহ্নস্বরূপ। অতএব তা পরিহার্য। এবং সেই হেতু পরিত্যাজ্য আমাদের অতীত, ইতিহাস, আমাদের জীবনের মাটি। এই কি আমার ভারতবর্ষ? ঈশা দেব পাল তাঁর গল্পের পরতে পরতে লুকিয়ে রাখেন সময়ের এই প্রশ্নচিহ্নগুলি। সোচ্চারে নয়, তবু যেন জন্মজড়ুলের মতোই তা মিশে থাকে গল্পের শরীরে। তাঁর গল্প হয়ে ওঠে আমাদের চেনা জীবনেরই অচেনা দ্বেষ-ঈর্ষা-অভিমান-ক্রোধের দিনলিপি। আর, সে সবের মধ্যেই ঈশা চিনিয়ে দিতে থাকেন তাঁর ভারতবর্ষকে। যে ভারতবর্ষ রূপরাম চক্রবর্তীর ভিটের। যে ভারতবর্ষ একই সঙ্গে বিবেকানন্দর আবার কর্মী ছাঁটাইয়েরও। যে ভারতবর্ষ মানুষকে বিশ্বাস আবার নিজেকে অবিশ্বাসেরও। কুশলী নির্মাণে ঈশা তাঁর সামগ্রিক গল্প-ভাবনায় এভাবেই ব্যক্তির সঙ্গে সমষ্টির যোগসূত্র রচনা করেন। ব্যক্তির মানসলোকের আলো-আঁধার আদপে হয়ে ওঠে এই প্রায় বদলে যাওয়া বা পালটাতে থাকা দেশটারই মানসভূমির মানচিত্র। এ বইয়ের ১৫টি গল্প তারই একান্ত সাক্ষ্য বহন করছে।
Reviews
There are no reviews yet.