জীবনের স্বপ্ন-অভিলাষের সঙ্গে সময় এবং সমাজের বিবর্তনের আনুষঙ্গিক পরিবর্তনের দ্বন্দ্ব অপরিহার্য্য ও চিরন্তন। কিন্তু তা ক’জনই বা সঠিক বিবেচনার সঙ্গে এই সত্যকে মর্মের মধ্যে রেখে চলতে পারে? আশা জীবনের পথ চলার অক্সিজেন, আবার আশা কুহকিনীও বটে। প্রতি পদক্ষেপে এই দ্বিমুখী বলের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে মানুষ কিন্তু এগিয়েই চলে। এক পর্য্যায়ে এসে শেষ পরিণতির ওপর তার কিন্তু আর নিয়ন্ত্রণ থাকেনা।
‘অনুষ্টুপ’ এমনই এক চিরন্তন দ্বন্দ্বের যাত্রাকাহিনী। এ লেখকের কল্পনাপ্রসূত হলেও এক ছোট্ট সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত।
Reviews
There are no reviews yet.