পিচ্ছিল মনটাকে
বেঁধে রাখি গোপনে কোথাও,
একগুঁয়ে প্রেম জানে
রোজ তুমি কার কাছে যাও।
স্বপ্ন চিনেছে শুধু
ভেজা চুল, শরীরের ঘ্রাণ,
বেওকুফ দিল বলে—
আজনবি, তোমাকে সেলাম!
কোন আলোয় কখন যে নেমে আসে মনখারাপ! কখন যে মনকেমনের মেঘ বৃষ্টি হয়ে ভাসিয়ে দেয় হৃদয়পুর, আমরা ঠাহর করতে পারি না। কিন্তু সবই তো থাকে। দৈনন্দিনের ভিতরেই যেন একান্তে কার খোঁজ চলে আমাদের। স্বপ্নে যে ধরা দেয়, আসলে সে অধরা। সেই দেখা, না-দেখার মাঝেই মনকেমনের মেঘ, মনখারাপের বৃষ্টি। কবি অপেক্ষা করেন এ-সবই ধারণ করার জন্য। আর শব্দে-ছন্দে নির্মাণ করেন তাঁর কবিতার শরীর। জয়ন্ত মুখোপাধ্যায়ের কবিতা পাঠককে নিয়ে যায় সেই মায়াকলোনিতে, যেখানে তোলা থাকে বেওকুফের সেলাম। আজনবি কিংবা কবিতার জন্যই।
প্রচ্ছদ – অভিব্রত সরকার
Reviews
There are no reviews yet.