সুচন্দ্রা মুখোপাধ্যায়ের প্রথম কবিতার বই ‘আধফালি চাঁদ’। ভূমিকায় বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখলেন —
সুচন্দ্রা মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ ‘আধফালি চাঁদ’ নানা কারণে পাঠকদের ভালো লাগবে বলে বিশ্বাস। আটপৌরে ভাষায়, সহজ চালে জীবনের প্রতিটি মুহূর্তে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে ছন্দোবদ্ধ কবিতার রূপ দিতে চেয়েছেন সুচন্দ্রা। ঘরকন্নার হাজারও ঝুটঝামেলা থেকে মনকে সরিয়ে এনে আকাশের দিকে তাকাতে চেয়েছেন সুচন্দ্রা। শুনতে চেয়েছেন ভোরের পাখির ডাক। তাঁর বিভিন্ন কবিতায় তাই দেখতে পাই ‘এলোচুল ঘেঁষে মেঘ’-এর আনাগোনা। চলার পথ কঠিন হলেও যেমন চলার আনন্দ হারিয়ে যায় না, কর্তব্যকর্মে বাঁধা হয়ে থাকলেও তেমনই হারিয়ে যায় না মুক্তির আকাঙ্ক্ষা। সুচন্দ্রা তাই লেখেন, ‘যদি কোনোদিন দেখা হয়ে যায় অজানা পথের বাঁকে, ভালোবেসে দেখো চোখের তারায় ঠিক খুঁজে পাবে তাকে’। আগামিদিনের কবিতায় সুচন্দ্রা তাঁর সম্ভাবনাকে প্রতিশ্রুতিতে রূপান্তরিত করবেন এই বিশ্বাস রাখি।
Reviews
There are no reviews yet.