বিলাল হোসেনের অণুগল্প স্বাতন্ত্র্যে ভাস্বর। মিতায়তন, মিতবাক তাঁর আখ্যান সততই ব্যঞ্জনাময়। তীব্র সংবেদী, আশ্চর্য বার্তাবহ। ছাপোষা সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কাহিনিতেই তিনি সংযুক্ত করতে পারেন গোটা সমাজের আত্মপরিচয়। প্রশ্ন-পরিপ্রশ্নের দোলাচলে ফুটে ওঠে সময়ের সংকট। দ্বিধা-দ্বন্দ্ব। যেন এসবের ভিতর দিয়েই জীবনের আকাশে খেলে যায় অদেখা এক আলো। কাহিনিকারই কেবল পাঠকের হাতে তুলে দিতে পারেন সেটুকু।
Reviews
There are no reviews yet.