জীবন একটাই। তবু তা তো আসলে ঠিক একমাত্রিক নয়। ঘড়ির দুটো কাঁটা যেমন সময়ের তল পায় না, তেমনই জন্ম-মৃত্যুর প্রান্তবিন্দুও জীবনের অপার রহস্য ছুঁতে অপারগ। বরং ওই মধ্যবর্তীতেই অজস্র রঙের খেলা। অনেকেরই তাই এক জীবনেই ঘটে যায় কত না জন্মান্তর। যেমন বংশীর। যেমন আজরার। যেমন আরও অনেকের। বহুরূপে সম্মুখে জীবন খুঁজতে খুঁজতে তারা যেন নিজেরাই কখন বহুরূপী হয়ে ওঠে।
আর সে বহুরূপী জীবনের সঙ্গে মিশতে থাকে রাজনীতি। জন্ম হয় ইতিহাসের। তবু সাধারণের মঙ্গলকাব্য কবে আর ইতিহাস হয়ে উঠতে পেরেছে! ফলে সময়ের সুরম্য প্রাসাদে তারা হয়তো জায়গা পায় না। বরং ঢুকে পড়ে কোনও গুণিনের কুঁড়েঘরে। বেশ্যাপল্লি থেকে গঙ্গার ঘাটে। আর সেই সব গল্পের উপর নেমে আসে মৃদু চাঁদের আলো। সেখানে আত্মীয় যেমন হয় অনাত্মীয়, তেমনই অনাত্মীয় হয়ে ওঠে পরমাত্মীয়। তারপর একদিন শ্মশানের নিস্তব্ধতায় দেখা হয় জীবন আর জীবনের মর্মের। তখন শুধুই ভেসে চলা। নশ্বর জীবন বয়ে চলে অবিনশ্বর কালপ্রবাহে… তরুণ কথাসাহিত্যিক সৌরভ মিত্র এই বহতা জীবনপ্রবাহকেই ধরেছেন তাঁর উপন্যাসে। ‘ঝরা পাতাদের গল্প’ আসলে বহু জীবনের গল্প। বহু মানুষ, বহু বর্গ, শ্রেণি, গোত্র, মানসিকতার লোকেদের আনাগোনা তাঁর কাহিনির বিন্যাসে। ফলে লোভ-লালসা-কামনা-বাসনা-হিংসা-রিরংসায় মাখা এক ধ্রুপদী জীবনই যেন বহুরূপী হয়ে প্রতিভাত হয় পাঠকের সামনে।
ইতিমধ্যে সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে তাঁর গল্প সংকলন ‘হুক’। বিভিন্ন পত্রপত্রিকার দৌলতে সোরভের লেখালেখির সঙ্গে পাঠক এমনিই পরিচিত। হুক-এ নিজের জাত চিনিয়েছিলেন বলা যায়। আর ঝরা পাতাদের গল্প-এ তিনি বুঝিয়ে দিয়েছেন এই তথাকথিত ট-টোয়েন্টি সাহিত্যের ইন্সট্যান্ট গ্র্যাটিফিকেশনের সময়ে দাঁড়িয়েও তিনি টেস্টের ক্লাসিকানায় বিশ্বাসী। ফলে তিনি সময়টাকে জাপটে ধরেন ঠিক বাঘ যেভাবে শিকার ধরে। পাঠক আসুন, সময়ের শিরা ছুঁয়ে সেই উষ্ণ শোণিতপ্রবাহ উপলব্ধি করি ‘ঝরা পাতাদের গল্প’-এ।
ঝরা পাতাদের গল্প
₹139.00
Reviews
There are no reviews yet.