[gbooks id=”_FZWDwAAQBAJ” width=”600″ height=”400″]
ভুজুং ভাজুং খুব খাওয়ালেন,
নিজের ঢাকই বাজান, ছিঃ!
ভেবেছিলেম কাব্যি লেখেন,
এখন দেখি খাজাঞ্চি।
নায়ক-ভিলেন কিচ্ছুটি নেই
যা আছে সব নগণ্য,
পদ্য লেখা মক্শো করুন
এ তো বেজায় জঘন্য।
আজ জনতা অনেক সজাগ,
যায় না এতে বশ করা –
রামকে নিয়ে ফাজলামি, আর
রবির সাথে মশকরা!
অরিজিন্যাল কোথায় দাদা?
সব তো একেকজন ডামি।
এগুলোকেই পদ্য বলেন,
ইয়ার্কি, না ভণ্ডামি?
এবার কানে দুলটা পরুন,
এক হাতে পরবেন চুড়ি।
এমন ছড়া ছড়িয়ে গেলেন
এতেই তো হাফ সেঞ্চুরি!
ফালতু কিছু গচ্চা গেল,
পয়সা নিলেন গ্যাঁট খুলে –
আবার যদি পাড়ায় দেখি
মারব কিন্তু ব্যাট তুলে।
হায় রে কপাল, পদ্য লিখে
পেলাম এমন গিফট-ই রে!
এখন আমি করবটা কী
পার করে এই ফিফটি রে?
Reviews
There are no reviews yet.