অবিন সেনের গল্প আমাদের স্মরণ করায় জেগে থাকার বেদনা। প্রবহমান জীবন থেকে তুলে নেওয়া দু-এক আঁজলা মুহূর্তই তাঁর লেখনিগুণে বহুবর্ণিল গল্প হয়ে ওঠে। সেখানে ধরা দেয় জীবনের বিচিত্র সব রূপ; আঘাত-অভিঘাত; ভালোবাসা-যন্ত্রণা, প্রাপ্তি-অপ্রাপ্তি; অসহয়তা-ব্যর্থতাবোধ; পালকের মতো হালকা যে-জীবন, তবু তার ভার যেন অসহনীয়। অথচ যত ভেঙে-পড়াই থাকুক না কেন, জীবনের উদযাপন তো থামে না। এই বিপ্রতীপে দাঁড়িয়েই লেখক যেন জীবনের কোলাজে ছুঁয়ে থাকতে চান আবহমান মানবিকতার মানচিত্রটিকে। তাঁর গল্পে তাই উন্মুক্ত হয় জীবনের গাঢ় ও গূঢ়তম রং।
Reviews
There are no reviews yet.