দময়ন্তীর জার্নাল

Back To Shop

দময়ন্তীর জার্নাল

159.00

রিমি মুৎসুদ্দির গল্প সংকলন।

99 in stock

SKU: DJRM_SS Category: Tag:

Description

সুনীতা রীতিমতো অনুরোধ করে দময়ন্তীকে। “দিদি আপনি গাড়িতে উঠুন।”
দময়ন্তীর তাড়া নেই দেখে সুনীতা ঝট করে বুকের আঁচল সরিয়ে ব্লাউজটা খুলে দেয়। দময়ন্তী শিউরে ওঠে! সারা বুক জুড়ে ক্ষত চিহ্ন। স্তনের বোঁটা পর্যন্ত পোড়া। শাড়ির আঁচল ঠিক করে সুনীতা আস্তে আস্তে বলে, “সিগারেটের ছ্যাঁকা, দিদি। আপনি এই দেখেই কাঁপছেন। আমার সারা শরীরটাতেই এরকম পোড়া ঘা।” একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে, “পালান দিদি। নাহলে আজ রাতেই ওরা আপনাকে তুলে নিয়ে গিয়ে বানিয়ে দেবে। আপনি এসপি-র মুখের উপর কথা বলেছেন। আমাকেও বানিয়েছিল প্রথমে ওই এসপি, তারপর হায়েনাগুলোর মুখ দেখতে পারিনি। চারিদিক ঝাপসা হয়ে গিয়েছিল।”
“দিদি, আমি হলাম জঙ্গলের মেয়ে। তাই এত কিছু সহ্য করেও এখনও বেঁচে আছি। শেষ দেখব বলে!” আগুন জ্বলে সুনীতার চোখে।

সময়ের এই দগদগে ক্ষত ও আগুন বুকে নিয়েই একটু একটু করে নির্মাণ দময়ন্তীর জার্নালের। পেশায় যিনি সাংবাদিক, যে কোনও ঘটনায় উত্তেজনাময় প্রতিক্রিয়া থেকে তাঁদের দূরত্ব বজায় রাখতে হয়। বরং শিরায় নির্লিপ্তি চারিয়ে নির্বিকার থাকার অনুশীলন তাঁদের নিয়ত। এই নির্মোহ দৃষ্টি যখন সম্যের দিকে তাকায় তখন এক বড় ক্যানভাস উন্মুক্ত হয়। আসলে সবার উপরে আমরা প্রত্যেকেই প্রথমত মানুষ। তাই নিউজিপ্রিন্টে যা নিষিদ্ধ, তা-ই নিঃশব্দে চলে আসে গল্পের সাংবাদিক দময়ন্তীর জার্নালে। সময়ের সেই ক্ষোভ, যন্ত্রণা, না-বলা কথার ভাষালিপিই রিমি মুৎসুদ্দির গল্প সংকলন ‘দময়ন্তীর জার্নাল’।

তরুণ গল্পকারদের মধ্যে পরিচিত নাম রিমি। ইতিমধ্যে একাধিক পত্র-পত্রিকায় তাঁর লেখালিখির সঙ্গে পাঠক পরিচিত। এই সংকলনে গল্পের অন্তরালে রিমি বাজিয়ে নিয়েছেন তাঁর বেঁচে থাকার সময়কে। একদিকে এক সাংবাদিকের চোখ দিয়ে দেখা পৃথিবী, সে পৃথিবীর জোচ্চুরি-নিষ্ঠুরতা-অমানবিকতা যেমন আমাদের সামনে উঠে আসছে, তেমনই এও তো সত্যি, এতদসত্ত্বেও মানুষের জীবন ক্রমাগত ঘুরে চলেছে মহাকালের ঘড়ির কাঁটায় কাঁটায়। সেখানে থেমে থাকা বলে কিছু নেই। ফলে এই বিরাট পৃথিবীতে ঘটে যাওয়া কত অহরহ ঘটনা আমাদের আবিষ্ট করে, চমকিত করে,আমাদের বিস্ময় জাগায়। তার কিছু বা লৌকিক, কিছু মনে হয় অলৌকিক। অথবা এই যে এত অমানবিকতা নিয়েও মানবিকতার ফুলের সন্ধানে এগিয়ে চলেছে সভ্যতা, তাও যেন আখেরে এক জাদু বাস্তবতা। সব মিলিয়ে, জীবন এমনই। তা একরৈখিক, একমাত্রিক কখনোই নয়। বহুবর্ণ জীবনই তো কিসসার জন্ম দেয়। গল্পকার তা ধারণ করেন, তাঁর সংবেদন-পর্যবেক্ষণে। আর আয়না করে পাঠিয়ে দেন বাকি পৃথিবীর উদ্দেশে। সেখানে সময়ের ছায়া পড়ে, মানুষের মুখের। আবার হয়তো বা লাশেরও। ফলত এ এক অনিবার্য আবিষ্কারের নেশা। এ এক অ্যাডভেঞ্চার। রিমি মুৎসুদ্দির গল্প সংকলন ‘দময়ন্তীর জার্নাল’ সেই অ্যাডভেঞ্চারের নেশাটি যে ধরাতে পারবে, এ সাক্ষ্য শুরুর ক-টি লাইনই বহন করছে। বাস্তবতার চোখে চোখ রেখে বাকিটা চিনে নিতে আশা করি পাঠক পিছপা হবেন না।

(Visited 234 times, 1 visits today)

Additional information

Author

রিমি মুৎসুদ্দি

Cover

রোহণ কুদ্দুস

Publisher

সৃষ্টিসুখ প্রকাশন

Reviews

There are no reviews yet.

Be the first to review “দময়ন্তীর জার্নাল”

Your email address will not be published. Required fields are marked *