বিবাহিতা মেয়েরা গর্ভবতী না হলে চাকরি ছাড়তে পারে না। সংসারের কানাগলি সম্পর্কে লিখতে গিয়ে ফেসবুক আপডেটের এই নীতিবাক্য এমন অনায়াসে Piyali লিখে ফেলেন যে পাতা না উলটে উপায় নেই। বাঙালি তো বহুদিন হয়ে গেল ভুবনগ্রামের বাসিন্দা; তবু সেই উপাদান এত সহজে লেখা হচ্ছে কই? পিয়ালীর কলমে একাকার হয়ে যাচ্ছে কলকাতা আর হায়দ্রাবাদের আকাশ। পিয়ালী চক্রবর্তীর প্রথম গল্প সংকলন 'ঠিক যতটা শর্ট ফিল্ম' কলকাতা বইমেলা ২০১৪-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে।
ঠিক যতটা শর্ট ফিল্ম-পিয়ালী চক্রবর্তী
