আজাদুর রহমান ছোট গল্প দারুণ অনায়াসে লিখে ফেলেন। তাঁর গল্পের বিষয় দিনযাপনের দৈনন্দিন টুকরো। সেই গল্প কখনও উঠে এসেছে বাংলাদেশে, কখনও জাপানে আবার কখনও বা ইংল্যান্ডে। লন্ডনের আকাশ দেখতে দেখতে বা ঢাকার বৃষ্টি গায়ে মাখতে মাখতে পাঠক ভূগোলের বেড়াজাল এড়িয়ে পৌঁছে যাবেন আশ্চর্য এক মায়াজগতে।
আজাদুরের গল্প সংকলন ‘অন্য কোনওখানে’ কলকাতা বইমেলা ২০১৪-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে
অন্য কোনওখানে-আজাদুর রহমান
