কলকাতা বইমেলা ২০১৪-তে সৃষ্টিসুখ-এর থিম হচ্ছে — ‘সাহিত্যের ব্লগ নয়, ব্লগের সাহিত্য’।
আগের বছর প্রকাশিত হয়েছিল ২টি ব্লগ সংকলন — ফিসফাস ও বংপেন। এই বইমেলায় তাদের সঙ্গে যোগ দিচ্ছে নতুন ব্লগ সংকলন ‘অবান্তর’।
ধারালো, ঝকঝকে, উইটি
অবান্তর-কুন্তলা বন্দ্যোপাধ্যায়
